Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যােগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৯:২০ পিএম


মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যােগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায়  ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফ্রিডম স্কোয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন,জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন , মাটিরাঙ্গা প্রেস-ক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন
শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” উপর উপস্থিত বক্তৃতা, কুইজ, চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী, র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহ জাহান মাটিরাঙ্গা থানার প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আশরাফুল আলম সিরাজী,মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাশেম,  মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান, 

মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারি, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। এই ভাষণের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রামের উজ্জীবিত করেছিল।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও 
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। 

আরএস

Link copied!