Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ৮, ২০২৪, ০২:২৪ পিএম


বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

‘নারীর সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থার আয়োজনে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক শহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) জুলফিকার আলী হায়দার, নারী নেত্রী অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এছাড়াও বিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন।

ইএইচ

Link copied!