Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ৮, ২০২৪, ০২:৫০ পিএম


কিশোরগঞ্জে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা, ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা জামতলা বাজার এলাকায় ফিজিওথেরাপিস্ট সেলিম জাবেদের বাড়িতে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

এতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন প্রভাষক ডা. মোহাম্মদ সালাহউদ্দীন মিঠু।

ফিজিওথেরাপিস্ট ও ফার্মাসিস্ট সেলিম জাবেদের পরিচালনায় এদিন শতাধিক অসহায় হতদরিদ্র চিকিৎসা সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ এ চিকিৎসা সেবা পান।

প্রভাষক ডা. মোহাম্মদ সালাহউদ্দিন ও ফিজিওথেরাপিস্ট সেলিম জাবেদ জানান, আমরা সবসময় অসহায় ও দরিদ্রদের মাঝে বিভিন্ন সহায়তার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসাসেবা দিচ্ছি। আমাদের এ ধরনের মানবিক কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!