Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনপুরায় দুটি ইউনিয়নে ভোটগ্রহণ কাল

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মার্চ ৮, ২০২৪, ০৭:০০ পিএম


মনপুরায় দুটি ইউনিয়নে ভোটগ্রহণ কাল

ভোলার মনপুরায় দুটি ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নির্বাচনি কেন্দ্রগুলোতে ব্যালটবাক্স ও সরঞ্জামাদি বিতরণ করেছে নির্বাচন অফিস।

পুলিশি প্রহরায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা।

উপজেলার ১নং মনপুরা ইউনিয়নে পূর্বের ধারাবাহিকতায় প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে নতুন চেয়ারম্যান বেছে নেয়ার জন্য মুখিয়ে রয়েছে জনগণ। পাশাপাশি উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়ন পরিষদটি নবগঠিত হওয়ায় প্রথমবারের মতো ভোট দিতে উন্মুখ হয়ে আছেন ভোটাররা।  

এছাড়াও ভোটগ্রহণকে সামনে রেখে দ্বীপ উপজেলা মনপুরায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে আছে উপজেলার দুটি ইউনিয়ন। প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল।

ইতোমধ্যে ৭ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় টহল দেয়া শুরু করেছেন। এই নির্বাচনে থাকছেন, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ জন সার্বক্ষণিক আচরণবিধি রক্ষাকারী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

এছাড়াও পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা নির্বাচনি এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অনিমেষ কুমার বসু জানান, উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও কলাতলী ইউনিয়নে মোট ১৮টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষাকারী বাহিনী থাকায় কোন কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়। তবে কোন প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে মোকাবেলা করার মতো পর্যাপ্ত রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। আশা করি শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ সম্ভব হবে।

ইএইচ

Link copied!