Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যশোরে প্রতিপক্ষের হামলায় শীর্ষ সন্ত্রাসী রমজান নিহত

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ১০:২৭ এএম


যশোরে প্রতিপক্ষের হামলায় শীর্ষ সন্ত্রাসী রমজান নিহত
ছবি: সংগ্রহীত

যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, বিস্ফোরক ও মাদকসহ ৩২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার (৮ মার্চ) রাত সোয়া দশটার দিকে শহরের রেলগেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই এলাকার ফয়েজ শেখের ছেলে।

নিহত রমজানের শাশুড়ি বাসনা বেগম জানান, রমজান অসুস্থ ছিল। সন্ধ্যায় ওষুধ ও তরমুজ কিনে বাড়ি ফেরে। এরপর রাত সোয়া দশটার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। নিজ বাড়ির অদূরে গলির মধ্যে ফেলে তাকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ৭/৮ জন। চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহত রমজান যশোরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় সে সে নিহত হয়েছে। হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের লাশ যশোর হাসপাতাল মরগে রয়েছে।

এআরএস

Link copied!