Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ১১:৫৭ এএম


মাদারীপুরে প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগের উদ্বোধন
ছবি: আমার সংবাদ

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন স্মৃতি প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়ামে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহিলা হ্যান্ডবল লীগের খেলার শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রসিদ খান ও মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ডা. মো. গোলাম সারোয়ার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আসমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শিউলী আক্তার, ক্রীড়া সংগঠক জেসমিন আক্তার ও জেরিন ফেরদৌস এ্যনথনী।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান খান, মাদারীপুর চেম্বার অব কমার্স’র সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান। খেলাটি স্পন্সর করছেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইনের মেয়ে শাহনেওয়াজ আলম দীনা।

খেলায় মাদারীপুর জেলার চারটি উপজেলা থেকে চারটি গ্রুপে মোট ১৪টি দল খেলায় অংশগ্রহণ করেন।

এআরএস

Link copied!