Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে মহিষমারা ইউপির উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ১২:২৫ পিএম


মধুপুরে মহিষমারা ইউপির উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
ছবি: আমার সংবাদ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (০৯ মার্চ) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটকেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

এদিকে ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মুরাদ হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক  পুলিশ ও আনসার ভিডিপি সদস্য উপস্থিত রয়েছেন।

দুপুর ১২টার মধ্যেই এক হাজার ৬২০ ভোটগ্রহণ হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার অভিসার আব্রারুল হক শিমুল।

উল্লেখ্য, মহিষমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল আহমেদ মৃত্যু বরণ করায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদ শূন্য হয়ে পড়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৮৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৪১৩ জন এবং নারী ভোটার এক হাজার ৪২১ জন।
এআরএস

Link copied!