Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সড়ক বিভাগের কর্মকর্তার গাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভারসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০১:৫৪ পিএম


সড়ক বিভাগের কর্মকর্তার গাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভারসহ আটক ৩
ছবি: আমার সংবাদ

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকা থেকে ফেন্সিডলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

শনিবার (০৯ মার্চ) ভোরে তাকে আটক করা হয়। জব্দ করা হয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের ব্যবহৃত একটি গাড়ি। যা বিভাগের পদস্থ এক কর্মকর্তা ব্যবহার করেন। গাড়িতে সড়ক বিভাগের লোগো লাগানো ছিলো।

আটককৃতরা হলো-গাড়ি চালক ঢাকার তেঁজগাও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বরগুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন (২৫)।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে সড়ক বিভাগের একটি গাড়ি যোগে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় সন্দেহ হলে একটি পাজারো গাড়ির গতিরোধ করে তল্লাসী করলে পাওয়া যায় ১৫০ বোতল ফেন্সিডিল। আটক করা হয় ড্রাইভারসহ তিনজনকে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআরএস

Link copied!