লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৪, ০৩:৩১ পিএম
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৪, ০৩:৩১ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হুমায়ুন ঠাকুর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকাল ৯টার দিকে মারা গেছেন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হুমায়ুন ঠাকুর লোহাগড়া পৌর সভার ৮নং ওয়ার্ডের কচুবাড়িয়া এলাকার মৃত নিরু ঠাকুরের ছেলে। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় মাংস ব্যবসায়ী হুমায়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় হায়াতুর শেখ ও হামীম শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে, পরিস্থিতি বর্তমান শান্ত বলে তিনি জানান।
ইএইচ