Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ময়মনসিংহ-কুমিল্লা সিটিসহ ২৩১ নির্বাচনে ৪৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৯, ২০২৪, ০৪:৩৭ পিএম


ময়মনসিংহ-কুমিল্লা সিটিসহ ২৩১ নির্বাচনে ৪৫ জন আটক

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ সারাদেশে ২৩১টি স্থানে নির্বাচনে অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

নির্বাচন কমিশনের (ইসি) গঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মনিটরিং সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) অ্যাপ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৪২ শতাংশ আর কুমিল্লা সিটিতে ৩৩ শতাংশ ভোট পড়েছে।

ইসির তথ্যানুযায়ী, ময়মনসিংহ সিটিতে সাধারণ এবং কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্য পদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে।

কমিশনের তথ্যে, ময়মনসিংহ নগরীর ১২৮টি কেন্দ্রের ৯৯০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। ভোট উপলক্ষে নগরের সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে।

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কমিশনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটিতে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন, যাদের মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ ও ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী এবং ৯ জন হিজড়া। এই সিটিতে ১১ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার (বাস), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান (হাতি) এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন (ঘোড়া)। কুমিল্লা সিটিতে ১০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এই সিটিতে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন।

আরএস

Link copied!