Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টেকনাফে দুই কৃষককে অপহরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০৫:০৬ পিএম


টেকনাফে দুই কৃষককে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজে কাজ করার সময় দুজন কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান।

অপহরণের শিকার দুজন হলেন- ওই ওয়ার্ডের মৃত উলা মিয়ার পুত্র আলী আহমদ (৬০), মৃত আমির হোছনের পুত্র সৈয়দ আলম (৪০)।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে যান তারা সকালে পানের বরজে কাজ করতে গিয়ে তারা আর ফিরে আসেননি।

এ বিষয়ে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (ইনচার্জ) ইন্সপেক্টর মছিউর রহমান বলেন, ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। এলাকার মানুষ নিয়ে আমরা পাহাড়ে ঢুকব। তবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধ রুখে দাঁড়াতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

ইএইচ

Link copied!