Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে উপনির্বাচন: ইউপি সদস্য পদে তাহমিনা জুয়েলের বিজয়

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০৭:০৪ পিএম


মধুপুরে উপনির্বাচন: ইউপি সদস্য পদে তাহমিনা জুয়েলের বিজয়
ছবি: আমার সংবাদ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাহমিনা জুয়েল।

ইউপি সদস্য জুয়েল আহমেদের মৃত্যুতে ওয়ার্ডের সদস্য পদ শূন্য হয়ে পড়ায় শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৮৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪১৩ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৪২১ জন।

এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটাররা সকাল থেকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার শেখ আব্রারুল হক শিমুল জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য মধুপুর থানা ওসি তদন্ত মুরাদ হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে তিনজন প্রার্থীর মধ্যে তাহমিনা জুয়েল তালা প্রতীকে ১০৫৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আ. মান্নান ফুটবল মার্কায় পান ৯৮৯ ভোট। তাহমিনা জুয়েল ৬৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারজানা আফরোজ জেমি।

এ সময় তিনি আমার সংবাদকে বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ হয়েছে।

ইএইচ

Link copied!