Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০৭:২১ পিএম


মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।  

শনিবার ডা. মো. লুৎফর রহমানের পিতা মরহুম আনসার অলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম করা হয়।

ক্যাম্পের প্রধান উদ্যোক্তা ও আয়োজনে ছিলেন গরিবের ডাক্তার নামে পরিচিত ডা. লুৎফর রহমান।

ডা. লুৎফর রহমানের পরিচালনায় মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা নিতে আশেপাশের প্রায় ১৫টি গ্রামের মানুষ ভিড় করেন।

সবাইকে চিকিৎসাসেবা দিতে গাইনি, মেডিসিন, অর্থোপেডিক, ডায়াবেটিকস্, শিশু, চক্ষু বিশেষজ্ঞসহ ১৫ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

মানিকগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সংসদ সদস্য জাহিদ মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলার সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার প্রমুখ।

ইএইচ

Link copied!