Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০৭:৪০ পিএম


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজ হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়খাতা, সানিয়াজান ও ফকিরপাড়া ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি নুরনবী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়খাতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূর-ই-ইলাহী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা নির্বাহী সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি সালেকুর রহমান রন্টু, সহ-সভাপতি শামীম কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়খাতা ইউনিয়নের সভাপতি হিসেবে জসিমন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, সাধারণ সম্পাদক হিসেবে সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক হিসেবে সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সানিয়াজান ইউনিয়নের সভাপতি হিসেবে আরাজি শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোমায়রা খাতুন, সাধারণ সম্পাদক হিসেবে সানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহসিনা আক্তার, ফকিরপাড়া ইউনিয়নের সভাপতি হিসেবে বুড়া সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে রমনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনা আক্তার, সাংগঠনিক সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন নির্বাচিত হয়।

ইএইচৃ

Link copied!