Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে চোলাই মদসহ ৮ যুবক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০৮:৪৭ পিএম


ফেনীতে চোলাই মদসহ ৮ যুবক গ্রেপ্তার

ফেনীতে দেশীয় তৈরি ১১ লিটার চোলাই মদসহ ৮ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার উপজেলার চর খোয়াজ এলাকার কালা মিয়ার প্রজেক্ট সংলগ্ন মুহুরি নদীর পাড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম (২২), মো. হাসান আরমান (২৪) ও ওমর ফারুক মো. ইস্রাফিল (১৮), শাহাদাত হোসেন রনি (১৮), মো. মোবারক হোসেন (২৮), মো. ফয়েজ (২৪), মোকাদ্দেস হোসেন (২২) ও ইমাম হোসেন হৃদয় (২২)।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার তাদের প্রত্যেককে আদালতে সোপর্দ করা হয়।

ইএইচ

Link copied!