Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লোহাজুরীতে উপনির্বাচন: চেয়ারম্যান হলেন নূরুজ্জামান ইকবাল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০৮:৫৬ পিএম


লোহাজুরীতে উপনির্বাচন: চেয়ারম্যান হলেন নূরুজ্জামান ইকবাল

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৯৫০ ভোট বেশি পেয়ে মোহাম্মদ নূরুজ্জামান ইকবাল নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী মোটরসাইকেল প্রতীকের মোহাম্মদ নূরুজ্জামান ইকবাল ৫৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের সাইফুল ইসলাম পেয়েছেন ৪৪০৭ ভোট।

এছাড়াও ঘোড়া প্রতীকে মো. মনির হোসেন পেয়েছেন ২০৪৩, আনারস প্রতীকে মো. মুছা মারুয়া পেয়েছেন ৭৭১, অটোরিশা প্রতীকে কামরুজ্জামান ভূইয়া পেয়েছেন ৬৪ ভোট।

ইএইচ

Link copied!