Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আ.ন.ম ওবাইদুর রহমান

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০৯:০৭ পিএম


কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আ.ন.ম ওবাইদুর রহমান

কুড়িগ্রাম জেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী ভোটযুদ্ধে মোটরসাইকেল প্রতীকে ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ.ন.ম ওবাইদুর রহমান।

তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অনুষ্ঠিত জেলা পরিষদ উপনির্বাচনে আনারস প্রতীক প্রার্থী জেলা আওয়ামী সভাপতি, সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলী আনারস মার্কায় ৪৬৮ ভোট পেয়েছেন এবং কাপ-পিরিচ মার্কায় ১৪টি ভোট পেয়েছেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও দৈনিক কুড়িগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছানালাল বকশি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন শনিবার সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জেলার ৯ উপজেলা ও তিন পৌরসভায় মোট ভোটার (স্থানীয় সরকারের জনপ্রতিনিধি) ১০১৩। এর মধ্যে মোট ১০০৯ ভোট কাস্ট হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বেসরকারিভাবে আ.ন.ম ওবায়দুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

রৌমারী ও রাজিবপুর উপজেলা ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন হওয়ায় সেখান থেকে লিখিত ফলাফল পেতে সময় লেগেছে। এজন্য শনিবার সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!