Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে ১৮০ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক আটক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৯, ২০২৪, ০৯:১৯ পিএম


ফেনীতে ১৮০ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক আটক

ফেনীতে ১৮০ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক আটক করেছে বিজিবি।

শনিবার ভোরে জেলার ছাগলনাইয়া পৌর এলাকার চৌধুরী রাস্তার সামনে থেকে ট্রাকটি আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ মো.বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের একটি বিশেষ টহল দল ট্রাকটি আটক করে। এরপর ট্রাকটির ভেতরে থাকা ৯০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

ইএইচ

Link copied!