Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শরীয়তপুরে নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার পথে ৩ ম্যাজিস্ট্রেট আহত

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৪, ১০:৫৬ এএম


শরীয়তপুরে নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার পথে ৩ ম্যাজিস্ট্রেট আহত
ছবি: আমার সংবাদ

শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনি দায়িত্ব পালন শেষে নদী পথে ফেরার সময় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ৩ ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (০৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা নদী দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (০৯ মার্চ) রাত সাড়ে ১১ টায় শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ আমার সংবাদকে বিষয়টি জানিয়েছেন। নিহত মুক্তার গাজী (১৮) উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মো. বাচ্চু গাজীর ছেলে।

আহতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারের অবস্থা গুরুতর। এছাড়াও সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এবং ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। কাঁচিকাটাবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে পদ্মা নদী দিয়ে স্পিডবোট যোগে ফিরছিলেন নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনি কাজে নিয়োজিত একাধিক কর্মকর্তা ও কর্মচারি। তাদেরকে বহনকারী স্পিডবোটটি ভেদরগঞ্জের কাছাকাছি পৌঁছালে অপরদিক থেকে আরেকটি স্পিডবোট আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নির্বাচনি দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হোন। এর মধ্যে সংঘর্ষে সখিপুরের মোল্লাকান্দি মোটরসাইকেল চালক মোক্তার গাজীসহ জেলা প্রশাসকের কার্যালয়ের ৩ জন ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মোক্তার গাজীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আহত ৩ জন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ম্যাজিস্ট্রেটসহ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

অন্যান্য আহতরা হলেন- ম্যাজিস্ট্রেটদের গাড়ি চালক মো. সোহেল, জজ কোর্টের পেশকার হুমায়ুন কবীর, জুয়েল পাল, মো. বোরহান ও উত্তর তারাবুনিয়া এলাকার বারেক মিয়ার ছেলে সাইফুল ইসলামসহ আরো একজন।

শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, আপনারা জানেন জেলার দুইটি ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে সখিপুরের কাঁচিকাটা ইউনিয়নে নির্বাচনে দায়িত্ব পালন শেষে ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিরা স্পিডবোট যোগে পদ্মা নদী পাড়ি দিয়ে ফিরে আসছিলেন। তারা ভেদরগঞ্জ প্রান্তের কাছাকাছি পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হয়েছেন।

ম্যাজিস্ট্রেটসহ আহত অন্যান্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা প্রদান করা হয়েছে। গুরুতর আহত একজন ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দিয়েছেন। আমরা তাকে ঢাকা পাঠাব। নদী পথের দুর্ঘটনা রোধের জন্য ইতোমধ্যে নৌপুলিশ তৎপর হয়েছে।

এআরএস

Link copied!