Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণায় ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিজয়ী বাতেন-মিলন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

মার্চ ১০, ২০২৪, ১১:২২ এএম


নেত্রকোণায় ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিজয়ী বাতেন-মিলন

নেত্রকোণার সদর উপজেলার রৌহা ইউনিয়ন ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে ভোটের লড়াইয়ে বিজয়ী হয়েছেন রৌহা ইউনিয়নে শফিকুল ইসলাম বাতেন ও সিংহের বাংলা ইউনিয়নে মোফাক্কারুল হুসেন  (মিলন)।

শনিবার (০৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ইউনিয়নবাসীকে উপহার দিতে মাঠে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা।

সরজমিনে ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সকালবেলা প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি সংখ্যা কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। অপেক্ষমাণ নারী ও পুরুষ ভোটাররা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন ভোট প্রয়োগের অপেক্ষায়। উৎসব মুখর পরিবেশে চেলে এ ভোট গ্রহণ।

নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোসাম্মৎ হোসনে আরা আমার সংবাদকে জানান, রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে  শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে এক নারীসহ ভোটের লড়াই করেছেন চারজন প্রার্থী। এতে রৌহা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৭২ জন।

তাদের মধ্যে মোটরসাইকেল প্রতীকে মো. মুখলেছুর রহমান পেয়েছেন দুই হাজার ৫০৮ ভোট, আনারস প্রতীকে মো. আব্দুল হাই দুই হাজার ৯৩১ ভোট, ঘোড়া প্রতীকে শফিকুল ইসলাম বাতেন ৪ হাজার ৯৮১ ভোট ও চশমা প্রতীকে ফরিদা ইয়াসমিন পারভীন এক হাজার ৩৬৫ ভোট। এতে রৌহা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে দুই হাজার ৫০ ভোট বেশি পেয়ে শফিকুল ইসলাম বাতেন বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে এক নারীসহ ভোটের লড়াইয়ে ছিলেন ৬ জন প্রার্থী। এতে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১ জন। তাদের মধ্যে অটোরিকশা প্রতীকে আরিফ খান পেয়েছেন দুই হাজার ৪৭১ ভোট, ঘোড়া প্রতীকে আসমা সুলতানা পেয়েছেন তিন হাজার ৩৪৪ ভোট, টেবিল ফ্যান প্রতীকে মোফাক্কারুল হুসেন (মিলন) পেয়েছেন ৩ হাজার ৯৭০ ভোট, চশমা প্রতীকে মো. আবুল হারেছ দুই হাজার ৩০১ ভোট, আনারস প্রতীকে মো. খায়রুল ইসলাম ১২৫ ভোট, মোটরসাইকেল প্রতীকে মো. হাবিবুল মোস্তফা সবুজ ৩২৩ ভোট। এতে সিংহের বাংলা ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীক নিয়ে ৬২৬ ভোট বেশি পেয়ে মোফাক্কারুল হুসেন (মিলন) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নেত্রকোণার দুটি ইউনিয়ন সিংহের বাংলা ও রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মৃত্যুজনিত কারণে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এআরএস

Link copied!