Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাঁচিকাটায় পুনরায় চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৪, ১২:৫৬ পিএম


কাঁচিকাটায় পুনরায় চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন নদীবেষ্টিত কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন নুরুল আমিন দেওয়ান।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ এলাকার ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জানান, নির্বাচনে জনাব নুরুল আমিন দেওয়ান (আনারস) প্রতীক নিয়ে ৪০১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম হাওলাদার (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৫৩ ভোট। 

এছাড়া  কাওসার মোল্লা (মোটরসাইকেল)  প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৯৫ ভোট, নির্বাচন কর্মকর্তা বলেন, দিনব্যাপী ভোটে কোনো ধরনের সমস্যা আমাদের নজরে আসেনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এইচআর

Link copied!