Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দৌলতপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৪, ০২:৫২ পিএম


দৌলতপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পানিভর্তি বালতির মধ্যে পড়ে নিঝুম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে শিশুটির মরদেহ পানিভর্তি বালতির মধ্যে খুঁজে পায় পরিবারের লোকজন।

শিশু নিঝুম উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের নয়ন আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে শিশুটি ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় টিউবওয়েলের কাছে গিয়ে পানি ভর্তি বালতির ভেতরে পড়ে যায়। পরে বালতির পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিশুটির মা-বাবা খোঁজাখুঁজির পর বালতির ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!