Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাউফলে উপনির্বাচন: এনামুল হক অপু বিজয়ী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৪, ০৩:৫০ পিএম


বাউফলে উপনির্বাচন: এনামুল হক অপু বিজয়ী

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে অটোরিকশা প্রতীকের প্রার্থী এনামুল হক অপু ৭ হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুল মালেক মিয়া পেয়েছেন ৩ হাজার ২৯০ ভোট।

শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪  আগস্ট কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একারণে গত ২৪ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

ইএইচ

Link copied!