Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শ্যালিকাকে নিয়ে নদীতে গোসল করতে নেমে দুলাইভাই নিখোঁজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১০, ২০২৪, ০৬:৩০ পিএম


শ্যালিকাকে নিয়ে নদীতে গোসল করতে নেমে দুলাইভাই নিখোঁজ

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সাগর আহমেদ (২৮) নামের এক যুবক।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি।

ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীর টরকীর চর সংলগ্ন এলাকায়।

নিখোঁজ সাগর আহমেদ কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামের জুয়েল রাঢ়ীর মেয়ের জামাই।

গৌরনদী ফায়ার সার্ভিসের লিডার মনসুর হেলাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। রোববার বিকেল সাড়ে চারটা নিখোঁজ সাগরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত।

ইএইচ

Link copied!