রামু (কক্সবাজার) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৪, ০৭:৫৯ পিএম
রামু (কক্সবাজার) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৪, ০৭:৫৯ পিএম
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট পিকআপ গাড়ী তল্লাশী চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।
এসময় মাদক বহনের অভিযোগে পিকআপ গাড়ীটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও গাড়ীর মূল্যে দুই কোটি দুই লক্ষ এক হাজার পাঁচশত টাকা বলে বিজিবি জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামী হলো চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সর্দারুপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে গাড়ীচালক মো. রবিউল ইসলাম (২১)।
শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে সাতটার সময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে টেকনাফের হ্নীলা হতে কক্সবাজারগামী একটি পিকআপ গাড়ী তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেছে। সন্ধ্যায় রামু ৩০ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রামু ব্যাটালিয়ান (৩০বিজিবির) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ধৃত আসামীকে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত গাড়ী ও ইয়াবা গুলো থানায় হস্তান্তর করা হয়েছে।