Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৪, ০৮:০৩ পিএম


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের নাজরান এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪৭) নামের  এক বাংলাদেশি প্রবাসীর নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু তালেব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব সৌদি আরবের একটি কোম্পানিতে ওয়ার্কার হিসেবে দীর্ঘ পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন। কোম্পানি থেকে বাসায় ফেরার পথে রাতে পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

আবু তালেবের সংসারে স্ত্রী ও এক ছেলে (৯) এবং এক কন্যা (১৯) সন্তান রয়েছে। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

আরএস
 

Link copied!