Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জয়পুরহাটে পুলিশ সুপারকে নাগরিক সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ১০:৩৮ এএম


জয়পুরহাটে পুলিশ সুপারকে নাগরিক সংবর্ধনা

পুলিশ সপ্তাহ ২০২৪-এ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বিপিএম পদক প্রাপ্তি এবং মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে রোববার বিকাল সাড়ে ৪ টায় জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পৃথক পৃথক পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক গোলাম হক্কানি এর সভাপতিত্বে সদস্য সচিব নন্দলাল পার্শি এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, চেম্বার অফ কমার্স সভাপতি হাকিম মন্ডল, জয়পুরহাট জেলা জজ আদালতের পিপি এ্যাড. নীরেন্দ্রনাথ মন্ডল, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর এমন কৃতিত্বে জয়পুরহাট জেলা দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম তার বক্তব্যে চাকুরি জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব জয়পুরহাট জেলাবাসীর।

এইচআর

Link copied!