Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল যে কারণে বন্ধ থাকবে

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ১১, ২০২৪, ১২:০৩ পিএম


সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল যে কারণে বন্ধ থাকবে

বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের উখিয়া থেকে সেন্টমার্টিনে চলাচল করা বারো আউলিয়া ও কর্ণফুলী নামের দু’টি জাহাজ চলাচল বন্ধের ঘোষণা করেছে মালিকপক্ষ। আসন্ন রমজান মাসে পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় এবং সম্ভাব্য লোকসান এড়াতে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।

সোমবার (১১ মার্চ) উখিয়ার ইনানীর নৌ-বাহিনীর জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজ দুটি চলাচল না করার কথা জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।

পর্যটকবাহী জাহাজ বারো আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন জানান, পর্যটক চাহিদার কারণে এক মাস ইনানী-সেন্টমার্টিন রুটে দুটি জাহাজ চলাচল করেছিল। রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। এ কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, রবিবার সবশেষ জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। আগের দিন এবং এর আগে সেন্টমার্টিন দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে জাহাজ দুটি ইনানীতে নৌ-বাহিনীর জেটিঘাটে ফিরেও এসেছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, ‘জাহাজ মালিক কর্তৃপক্ষ ব্যবসায়িক কারণে লোকসান এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হয়।’

প্রসঙ্গত, এর আগে মিয়ানমারে সংঘাতের কারণে নিরাপত্তা বিবেচনায় গত ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটেও পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এরপর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর নৌবাহিনী জেটি থেকে চলাচল করে আসছিল ওই দুটি জাহাজ।

বিআরইউ

Link copied!