Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলা র‍্যাবের যৌথ অভিযানে জলদস্যু আটক

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০৪:০৪ পিএম


ভোলা র‍্যাবের যৌথ অভিযানে জলদস্যু আটক

ভোলা র‍্যাব-৮ এবং ঢাকার র‍্যাব-৪ এর যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার মূলহোতা মেঘনার জলদস্যু সর্দার মো. মনজুরুল আলমকে ( ৩৮) আটক করা হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প, বরিশাল, এর এএসপি মো. জামাল উদ্দিন (ক্যাম্প কমান্ডার) এবং র‍্যাব-৪ সিপিসি-১ কোম্পানির এএসপি মো. মাজহারুল হক (স্কট কমান্ডার) এর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর গাবতলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের নেতা এবং জলদস্যু মো. মনজুরুল আলমকে আটক করে।

আটক মনজুরুল আলম ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডোগি ৪নং ওয়ার্ডের নুর ইসলাম বেপারীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৮ ভোলার ক্যাম্প কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন জানান, মেঘনা নদীর দুর্ধর্ষ জলদস্যু ও আন্তজলা ডাকাত দলের নেতা মনজরুলকে র‍্যাব-৪ এর সমন্বয়ে যৌথ অভিযানে উন্নত প্রযুক্তির সহায়তা আটক করা হয়।

তিনি আরও জানান, আসামি বিরুদ্ধে দেশের একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে র‍্যাব ৮ ভোলার এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!