Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিহাতীতে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০৪:৫৩ পিএম


কালিহাতীতে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে বালুর নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরের দিকে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কালিহাতী থানার এসআই মনির হোসেন জানান, স্থানীয় লোকজন বালুর নিচে অজ্ঞাত এক যুবকের মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বালুর নীচ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে যুবকটিকে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা।

ইএইচ

Link copied!