ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৪, ০৫:৪৩ পিএম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৪, ০৫:৪৩ পিএম
বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতা ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান রানা ও সহকারী শিক্ষক বদরুন নাহার নুপুর দম্পতির সন্তান সাদমান রাশেদ নূরান গণিত কুইজ প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
এছাড়াও সে ইংরেজি কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
সে ত্রিশাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। নুরান উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জেলায় অংশ নেয়।
জেলার ১১টি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে গণিত কুইজে প্রথম স্থান অর্জন করে বিভাগে অংশ নেয়।
রোববার বিভাগীয় পর্যায়েও সেরা হওয়ায় জাতীয় পর্যায়ে গণিত কুইজে অংশগ্রহণ নিশ্চিত করেছে সে।
বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় আয়োজিত বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা।
বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন।
ইএইচ