Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

লালমনিরহাটে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০৫:৫৯ পিএম


লালমনিরহাটে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

লালমনিরহাটে বেইজলাইন রিপোর্ট অবহিতকরণ এবং কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লালমনিরহাট পৌরসভার হলরুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাক্স ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় লালমনিরহাট পৌরসভা ও দুই উপজেলার ৬টি ইউনিয়নে শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নশীল এবং স্বাস্থ্য প্রদানকারীদের মনোযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন এবং পর্যাপ্ত স্বাস্থ্যবিধি, সেইসাথে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং দীর্ঘস্থায়ী উপায়ে সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বাজার ভিত্তিক সমাধানসহ ৪ বছরে নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন হবে।

পৌরসভার সকল কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের পাশাপাশি কর্মশালায় উপস্থিত ছিলেন।

সিভিল সার্জনের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও ম্যাক্স ফাউন্ডেশন, হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার মো. রিয়াজুর রহমান, হেলথি ভিলেজ ইন আরবান প্রোগ্রামের ফোকাল পার্সন আবু জাফর নূর মোহাম্মদ, ইএসডিও হেলথি ভিলেজ ইন আরবান প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার মো. মাসুদ রানা প্রমুখ উপস্থিতি ছিলেন।

ইএইচ

Link copied!