Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০৭:১৫ পিএম


রাজবাড়ীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিমের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বড় বাজার সবজি বাজারের আইনদ্দিন স্টোরকে পণ্যের মূল‌্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে পাঁচশত টাকা, ফল বাজারের খবির ফ্রুট স্টোরকে প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে এক হাজার টাকা, চালের বাজারের মেসার্স পরিমল দত্ত স্টোরকে পণ্যের মূল‌্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে এক হাজার টাকা, চাল বাজারের সুমন স্টোর মেয়াদোত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে এক হাজার টাকা, সবজি বাজারের খালেক স্টোরকে পণ্যের মূল‌্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে পাঁচশত টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ’র সহায়তায় এবং পুলিশ লাইন্স রাজবাড়ীর সদস‌্যবৃন্দ ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ীর অংশগ্রহণে উপযুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!