Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাহাড়ি-বাঙালিদের নতুন ঘর হস্তান্তরসহ নগদ অর্থ বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০৭:৩৪ পিএম


পাহাড়ি-বাঙালিদের নতুন ঘর হস্তান্তরসহ নগদ অর্থ বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক  দুস্থ অসহায় গরীব পরিবারকে নতুন ঘর হস্তান্তরসহ পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ করেছে যামিনীপাড়া জোন।

সোমবার (১১ মার্চ) দুপুরের দিকে  যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)সদর দপ্তরে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় গরীব ও অসহায়দের মাঝে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান, 
মক্তব নির্মাণের জন্য ঢেউটিন,৫টি মাদ্রাসায় ৩৫০কেজি চাউল,এক হতদরিদ্রকে নতুন বসত ঘর হস্তান্তর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদ, কলেজ, মাদ্রাসায় বিভিন্ন অনুদান বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেন যামিনীপাড়া ২৩ বিজিবি জোন অধিনায়ক লে.কর্নেল আলমগীর কবির, পিএসসি।

যামিনীপাড়া ২৩ বিজিবি জোন সূত্রে জানাগেছে  শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় ৭৭০ সুবিধা ভোগী  গরীব ও অসহায় মোঃ সুরুজ আলীকে একটি নতুন বসত ঘর হস্তান্তর, চামেলিকা ত্রিপুরাকে ঘর নির্মাণের জন্য ২ বান টিন,নাজমুল হোসেনকে ৩ বান টিন,  তৈলাফাং মুসলিমপাড়া এলাকায় মক্তব নির্মাণের জন্য ৩ বান টিন,ডাকবাংলা ক্রিকেট একাদশের জন্য খেলার পোশাকসহ বিভিন্ন খেলার সামগ্রী প্রদান,৬ জন দুস্থ ও অসহায়দের মাঝে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান  গ্রীনহিল কলেজের একজন ছাত্রীকে ১ সেট পাঠ্য বই বিতরণসহ ফাজিল ১ম ও ২য় বর্ষের দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে পরিবহণ ব্যয় বাবদ নগদ ৫,০০০/- টাকা এবং ট্রলি দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলম এর পরিবারকে নগদ ১০,০০০/- টাকা অনুদান প্রদান  ৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাউল বিতরণ করেন। ২,৪৫,৫৩৫/- টাকার অনুদান প্রদান করেন এবং  ৭৭০ সুবিধা ভোগীর সংখ্যা  জন।

আরএস
 

Link copied!