Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জস্থ শরীয়তপুর জেলা সমিতির কমিটি গঠন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০৯:৩৮ পিএম


কেরানীগঞ্জস্থ শরীয়তপুর জেলা সমিতির কমিটি গঠন

ঢাকার কেরানীগঞ্জস্থ শরীয়তপুর জেলা সমিতির ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কে এম আবুল মুনসুর আজাদ ভিপি শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট রেজাউল করিম স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় সদস্যদের কণ্ঠভোটে নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ডাক্তার এস এম আব্দুর রব ও আলমগীর হোসেনকে।

কমিটিতে যুগ্ম সম্পাদক করা হয়েছে নুরুল ইসলাম নাহিদ ও শাহীন আলমকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এইচ এম আমিন ও অ্যাডভোকেট সালাহ উদ্দিন আহমেদকে।

কমিটির অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ দুলাল শরীফ, দপ্তর সম্পাদক আমির হোসেন ও মনির হোসেন, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন ও হানিফ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মহসীন মৃধা ও সহিদুল ইসলাম টিটু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা মুক্তা, জনকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রচার মোহাম্মদ জাকির হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

ইএইচ

Link copied!