Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গুরুদাসপুরে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্ততি সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৪, ০২:৫২ পিএম


গুরুদাসপুরে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্ততি সভা

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তারা আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে দিবসগুলো যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বক্তব্য দেন- সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

ইএইচ

Link copied!