Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১২, ২০২৪, ০৪:০৯ পিএম


মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দশম শ্রেণির দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার সোহাগ (১৬) ও রাজন শেখ (১৭)।

মঙ্গলবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, বাবা-মায়ের কাছে মোটরসাইকেল আবদার করে না পেয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ও গলায় ফাঁস নিয়ে আঁত্মহত্যার চেষ্টা করে রাজন। উপায়ন্ত না পেয়ে গত তিনদিন আগে রাজনকে তারবাবা-মা কিস্তিতে টাকা তুলে একটি মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা ওই মোটরসাইকেলটি নিয়ে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা যায়।

রাজবাড়ী থানার এসআই মো. মিকাইল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

ইএইচ

Link copied!