পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৪, ০৪:১৬ পিএম
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৪, ০৪:১৬ পিএম
দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদানসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন-হয়রানির প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন- পলাশবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সভাপতি সাইদুর রহমান প্রধান, নুরুল ইসলাম, প্রেস ক্লাব পলাবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল্ল্যাহ আদিল নান্নু।
এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দেশ রূপান্তর পত্রিকার শেরপুর জেলার নকলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক শফিউজ্জামান রানাকে কারাদণ্ড প্রদানের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করেন এবং সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তি দাবি ছাড়াও সাংবাদিককে নির্যাতন ও হয়রানিকারী উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনারের (ভূমি) দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইএইচ