Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৪, ০৫:২৫ পিএম


মধুপুরে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, থানার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান   ডা.  মীর ফরহাদুল আলম মনিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের প্রধান, ক্লিনিক মালিক, স-মিল মালিক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন।
ইএইচ

Link copied!