Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৪, ০৭:৪৩ পিএম


অভয়নগরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

যশোরের অভয়নগরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

এ সময় নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের অতিরিক্ত মূল্য না নেওয়ার ব্যাপারে মৌখিকভাবে সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার লাভলী বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, এসআই কামাল হোসেন প্রমুখ।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ বলেন, আমরা রমজানের প্রথমদিন বাজার মনিটরিং করে মৌখিকভাবে সতর্ক করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!