Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জেল থেকে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৪, ১১:০০ এএম


জেল থেকে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় জেল থেকে বের হয়ে বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাঈম ফকির (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত ৮ টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোল চত্বরে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর গ্রামের মৃত কিবরিয়া ফকিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,নিহত নাঈম ফকির ২০২২ সালের ডিসেম্বরে তার বাবাকে খুন করে। ঘটনার পর নাঈম ফকিরের চাচা দেলোয়ার ফকির বাদি হয়ে নাঈমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বহুদিন জেল খাটেন নাঈম ফকির। জেল থেকে বেরিয়ে মঙ্গলবার দিবাগত রাতে টার্নিং নেওয়ার সময় রেলিঙের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল বাকী জানান, নিহত নাঈম ফকির ২০২২ সালে তার বাবা কিবরিয়া ফকিরকে খুন করেছিলেন। নাঈম ফকির তার বাবাকে খুনের ঘটনায় আসামি হয়ে বহুদিন জেল খাটেন। 

কয়েকদিন আগে জামিনে বেরিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় এক্সপ্রেস ওয়ের রেলিংয়ে সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

এইচআর

Link copied!