Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার মুক্তা ধর

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৪, ১১:১৩ এএম


এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার মুক্তা ধর

পবিত্র মাহে রমজানের প্রথম রমজানে এতিম খানার শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলার মানবিক পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।

মঙ্গলবার সন্ধ্যার দিকে খাগড়াছড়ি জেলার পূর্ব ইসলামপুর দারুল উলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার এর আয়োজন করা হয়।

পুলিশ সুপার বলেন, পূর্বের মতই অত্র প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্যে ও সহযোগিতা করা হবে। এসময় মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন। তিনি এতিম শিক্ষার্থীদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে অত্র  মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপার মহোদয়ের সাথে যোগাযোগ করার জন্য বলেন।

পরবর্তীতে তিনি এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া ও মুনাজাত এ অংশগ্রহণ করেন এবং এতিম শিক্ষার্থীদের  নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতার করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জসীম উদ্দিন, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মো. তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং এতিম শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!