Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ইয়াবাসহ আটক ১

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৪, ০৫:০৫ পিএম


নেত্রকোণায় ইয়াবাসহ আটক ১

নেত্রকেণায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) ডিবি পুলিশ। আটককৃত মাদক কারবারি মোহনগঞ্জ উপজেলার সামাইকোনা গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মো. শহিদ মিয়া ওরফে জাহিদ (৪০)।

জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান দুপুরে আমার সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে মোহনগঞ্জ থানাধীন সামাইকোনা গ্রামের জান্নাত স্টোর নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মৃত হোসেন আলীর পুত্র মো. শহিদ মিয়া ওরফে জাহিদকে আটক করে।

পরে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আদালতে পাঠানো হলে, বিজ্ঞ বিচারক তাকে জামিন না মঞ্জুর করে, জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এইচআর

Link copied!