Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে একরাতে ৬ দোকানে দুর্ধর্ষ চুরি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০১:৪৮ পিএম


পূবাইলে একরাতে ৬ দোকানে দুর্ধর্ষ চুরি
ছবি: আমার সংবাদ

গাজীপুর মহানগরীর পূবাইলে একরাতে দুটি ব্যাটারির দোকানসহ ছয়টি দোকানে তালা ভেঙে ও টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় বৃহস্পতিবার (১৪ মার্চ) অনুমান রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় চোরের দল দোকানে থাকা নগদ টাকা, ব্যাটারি, আইপিএস, তার, কাপড়ের দোকান থেকে থ্রি-পিস মোবাইলের মিনিট কার্ডসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। ঘটনার পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত দোকান ও মালিকরা হলো,ভূইয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. হোসেন ভূইয়া, মদিনা ব্যাটারি এন্ড টায়ার সোপ স্বত্বাধিকারী মো. শওকত হোসেন, এন আর এল অ্যালুমিনিয়াম স্বত্বাধিকারী মো. রাসেল গাজী, মোক্তার হোসেন, নাইম ও সম্রাট।

পূবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তার পরেও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।এআরএস

Link copied!