Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেন্সিডিলসহ তিন মাদক কারবারী আটক, ট্রাক জব্দ

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৩:১৯ পিএম


ফেন্সিডিলসহ তিন মাদক কারবারী আটক, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয় ৩৫০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদককারবারী আটক করা হয়েছে র‍্যাব ১২। 

বৃহস্পতিবার ভোরে  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২‍‍`র সদস্যরা সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা এলাকায়  অভিযান চালিয় তাদের আটক করা হয় । এ সময় মাদককারবারী কাজে ব্যাবহৃত ৩টি মোবাইল, নগত ৭৬৫০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।

আটক কৃতরা হলো, দিনাজপুর জেলার বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ারের ছেলে মো. শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার লক্ষণপুর গ্রামের আ: রহিমের ছেলে নাইম হোসেন ও ফরিদপুর জেলার চরদোয়াইল গ্রামের মৃত মুসলিম মোল্লার ছেলে স্বপন মোল্লা।

র‌্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআর
 

Link copied!