Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বেলকুচিতে জেলেদের মাঝে মেয়রের চাল বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৩:৪৬ পিএম


বেলকুচিতে জেলেদের মাঝে মেয়রের চাল বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর এলাকার জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রণোদনা (চাল) বিতরণ করেছেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

বৃহস্পতিবার সকালে পৌর ভবনে ৪০ জন জেলেকে মানবিক সহায়তার আওতায় প্রতিমাসের ৪০ কেজি করে ২ মাসের ৮০ কেজি চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিলর ইসমাইল হোসেন, আলম প্রামাণিক, ফজলুর রহমান ফজল, তারেক সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষিদ্ধ সময়ে সরকারের মানবিক সহায়তা পেয়ে জেলেদের জীবন জীবিকা নিয়ে চলতে পারবে এবং কিছুটা কষ্ট লাঘব হবে।

ইএইচ

Link copied!