Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৩:৫৪ পিএম


ভালুকায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি: আমার সংবাদ

ময়মনসিংহের ভালুকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রফিকুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে গ্রেফতারকৃতকে আজ বৃহস্পতিবার ভালুকা মডেল থানার মাধ্যমে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এস আই (নি.) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার রানা এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির সামনে ময়মনসিংহ-ঢাকা গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গা থেকে বুধবার (১৩ মার্চ) রাত ৮ টার দিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি উপজেলার রাজৈ উড়াহাটি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৪)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারির বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এআরএস

Link copied!