সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৪, ০৫:২১ পিএম
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৪, ০৫:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবা-উল আলম ভূইয়া। এ সময় তার সঙ্গে ছিলেন সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবা-উল আলম ভূইয়া বলেন, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরাইল বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং করা করা হয় এবং বিভিন্ন অপরাধে ৩টি মামলায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
ইএইচ