Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাদুল্লাপুরে পৃথক অগ্নিকাণ্ডে ২৮ লাখ টাকার ক্ষতি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৬:৫৬ পিএম


সাদুল্লাপুরে পৃথক অগ্নিকাণ্ডে ২৮ লাখ টাকার ক্ষতি

গাইবান্ধার সাদুল্লাপুর ধাপেরহাট ইউনিয়ন পালানপাড়া গ্রামের অমল বৈরাগীর বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে চারটি কক্ষ তিনটি দোকান ঘর।

অপরদিকে ছোট্ট ছত্রগাছা গ্রামের মিস্ত্রি পাড়ায় শিপনের বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে দুটি কক্ষের সমস্ত মালামাল।

দুটি ঘটনায় ২৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানায়, ধোয়া দেখে আমরা ছুটে এসে আগুন নিভানোর পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস সঠিক সময়ে আসায় আগুন আশেপাশে ছড়ায়নি।

ক্ষতিগ্রস্ত দোকানদার আনারুল ইসলাম বলেন, তার নগদ চার লক্ষ টাকাসহ পুড়ে গেছে দোকানের ৪ লক্ষাধিক টাকার মালামাল। তার সব মিলিয়ে ক্ষতি ৮ লক্ষ টাকার উপরে।

এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম বলেন, উভয় ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ইএইচ

Link copied!