Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আশুলিয়ায় অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

সাভার প্রতিনিধি

সাভার প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৭:১০ পিএম


আশুলিয়ায় অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে জমির মাটি কাটার দায়ে ১লাখ ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান বলেন, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে আসছিল একটি চক্র । এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দু‍‍`টি ট্রাকসহ দুই চালককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের উভয়কে ৬৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পুনরায় একই ধরনের অপরাধ করলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

অভিযানকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

আরএস

Link copied!